image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: উচ্চারণগুলি শোকের - আবুল হাসান
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
আবুল হাসানের ‘উচ্চারণগুলি শোকের’ মুক্তিযুদ্ধের উপর রচিত শ্রেষ্ঠ কবিতাগুলির একটি। মুক্তিযুদ্ধের অনেক কবিতাই স্বভাবজ কারণেই রাগী ও শ্লোগ...
আবুল হাসানের ‘উচ্চারণগুলি শোকের’ মুক্তিযুদ্ধের উপর রচিত শ্রেষ্ঠ কবিতাগুলির একটি। মুক্তিযুদ্ধের অনেক কবিতাই স্বভাবজ কারণেই রাগী ও শ্লোগানধর্মী; সেই ভীড়ে এ কবিতাটি ব্যতিক্রমী শৈল্পিক। বিজয়ের পরপরই তিনি কেন এমন কবিতা লিখেছিলেন, সেটা ভাবনার খোরাক জাগায়। স্বাধীনতার লাল সূর্য হাতে পেয়ে উৎসবে যখন মেতে ওঠে সমগ্র বাংলাদেশ তখন স্বজন হারানোর বেদনা ফুটেছে কবি আবুল হাসান এর ‘উচ্চারণগুলি শোকের’ কবিতায়।


লক্ষী বউটিকে
আমি আজ আর কোথাও দেখিনা,
হাটি হাটি শিশুটিকে
কোথাও দেখিনা,
কতগুলি রাজহাঁস দেখি
নরম শরীর ভরা রাজহাঁস দেখি,
কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখিনা
শিশুটিকে কোথাও দেখিনা !
তবে কি বউটি রাজহাঁস ?
তবে কি শিশুটি আজ
সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ ?
অনেক রক্ত যুদ্ধ গেলো,
অনেক রক্ত গেলো,
শিমুল তুলোর মতো
সোনারূপো ছড়ালো বাতাস ।
ছোটো ভাইটিকে আমি
কোথাও দেখিনা,
নরোম নোলক পরা বোনটিকে
আজ আর কোথাও দেখিনা !
কেবল পতাকা দেখি,
কেল উৎসব দেখি ,
স্বাধীনতা দেখি,
তবে কি আমার ভাই আজ
ঐ স্বাধীন পাতাকা ?
তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব ?

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top