- ওয়াশিংটনে নিক্সন-ইন্দিরা দ্বিতীয় দফা বৈঠক শেষে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাংবাদিকদের বলেন, যুদ্ধ এড়াতে ভারত সম্ভাব্য সব কিছু করবে।
- ওয়াশিংটনস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইন্দিরা গান্ধী বলেন, ‘কোনো সমাধানে উপনীত হতে হলে তা পূর্ববঙ্গের জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। বাংলাদেশ সরকারের উপস্থিতি ছাড়া ভারত-পাকিস্তান আলোচনা অর্থবহ হতে পারে না। বরং তা সমাধানে পৌঁছাতে আরো জটিলতার সৃষ্টি করবে।’
- ঢাকার শাহবাগ মোড়ে মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধাদের সাথে রাজাকার দলের ব্যাপক গোলা বিনিময় হয়। এতে একজন রাজাকার নিহত হয়।
- মুক্তিবাহিনী ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার মিলান্দা-মাহম্মদপুর এলাকায় পাকসেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর একজন জুনিয়ার কমিশন্ড অফিসারসহ ১২ জন সৈন্য নিহত হয়। অপরদিকে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
Post a Comment Blogger Facebook