image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: স্মৃতিস্তম্ভ - আলাউদ্দিন আল আজাদ
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
বাংলা সাহিত্যে আলাউদ্দিন আল আজাদ আইকনতুল্য ব্যক্তিত্ব। সাহিত্যের সব শাখায় তার ছিল মূল্যবান অবদান। তিনি জ্যোতির্ময় কবি, দিব্যকান্তি ...
বাংলা সাহিত্যে আলাউদ্দিন আল আজাদ আইকনতুল্য ব্যক্তিত্ব। সাহিত্যের সব শাখায় তার ছিল মূল্যবান অবদান। তিনি জ্যোতির্ময় কবি, দিব্যকান্তি কথাশিল্পী, অনুসন্ধানী গবেষক, মেধাবী প্রাবন্ধিক, সফল নাট্যকার, ভিন্নধারার কথাসাহিত্যিক। সৃজন ও মননের ঋদ্ধিতে তিনি উজ্জ্বল। জাতীয় জীবনের প্রাণস্পন্দনের প্রক্ষেপণ তার কবিতায় বিশেষ গুরুত্ব পেয়েছে। দেশমাতৃকার প্রতি দায়বদ্ধ এই কবি জাতীয় জীবনের সংগ্রামশীলতা, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, গণ-আন্দোলন, জাতির জন্মপ্রক্রিয়ার প্রতিটি সন্ধিমুখে আলো ফেলেছে আলাউদ্দিন আল আজাদের কবিতা। ভাষাসৈনিক, ভাষা আন্দোলনের সংগ্রামী সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী কবি আলাউদ্দিন আল আজাদ। ভাষা আন্দোলন নিয়ে অবিস্মরণীয় কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ তার মাতৃভাষার প্রতি মমত্ববোধ, অঙ্গীকার ও প্রত্যয়কে জাতির সামনে উজ্জ্বল করেছে। জাতির সমস্যা ও সঙ্কটে জাতিকে প্রেরণা ও সাহস জুগিয়েছে।

স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনও
চার কোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে ভিত কখনো কোনো রাজন্য
পারে নি ভাঙ্গতে
হীরার মুকুট নিল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে
যার বুনি ধান
গুন টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
ইটের মিনার
ভেঙেছে ভাঙ্গুক! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চার কোটি পরিবার।

এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু?
হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং
সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার
হয় প্রপাতের মহনীয় ধারা, অনেক কথার
পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল?

ইটের মিনার ভেঙেছে, ভাঙ্গুক. একটি মিনার গড়েছি আমরা
চার কোটি কারিগর
বেহালার সুরে, রাঙ্গা হৃদয়ের বর্ণলেখায়।
পলাশের আর
রামধনুকের গভীর চোখের তারায় তারায়
দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই
শহীদের নাম
এঁকেছি প্রেমের ফেনিল শিলায়, তোমাদের নামে।
তাই আমাদের
হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক
শপথের ভাস্কর।

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top