image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: মুক্তিযুদ্ধ প্রতিদিনঃ ১৯ নভেম্বর, ১৯৭১
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
১৯ নভেম্বর, ১৯৭১ পাটগ্রাম সাবসেক্টর কম্যান্ডার ক্যাপ্টেন মতিউর রহমানের নির্দেশে সাবসেক্টর ট্রুপস্ পাকিস্তানিদের সুদৃঢ় ঘাঁটি বড়খাতা ...
১৯ নভেম্বর, ১৯৭১
  • পাটগ্রাম সাবসেক্টর কম্যান্ডার ক্যাপ্টেন মতিউর রহমানের নির্দেশে সাবসেক্টর ট্রুপস্ পাকিস্তানিদের সুদৃঢ় ঘাঁটি বড়খাতা আক্রমণ করে। মুক্তিবাহিনীর তীব্র আক্রমণের মুখে তারা ডিফেন্স ছেড়ে হাতিবান্ধা নামক স্থানে পুনরায় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।
  • বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সে দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা স্বাধীন বাংলাদেশে সবাই একসাথে ঈদ উদযাপন করবো।
  • ভালুকা রাজাকার ঘাঁটি হতে একজন রাজাকার (আবদুল হাকিম) রাইফেলসহ পালিয়ে গিয়ে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
  • মুক্তিবাহিনী কুমিল্লার রাজনগরে পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে ২ জন পাকসৈন্যকে নিহত করে। মুক্তিবাহিনী এখান থেকে ৫ জন রাজাকারকে রাইফেলসহ ধরে ফেলে।
  • ময়মনসিংহে মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জিপের ওপর আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর জিপটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ৩ জন পাকসৈন্য এই আক্রমণে নিহত হয়। মুক্তিবাহিনী ৩টি রাইফেলসহ জিপটি তাদের দখলে আনে।
  • যুদ্ধ পরিস্থিতি রিপোর্ট: বানপুর সাব সেক্টর
19.11.71 GB ptl fired on en ptl Khamarpur 3207 M/S 79E/6 on 161600 Nov. En cas 5 pak tps and 4 Razakars dead. K-133 GB Kh. Jahangir  Arrested and brought to camp on 180600 Nov. who surrendered to pak army with arms.
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top