এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের জন্য একটি ওয়েবসাইট। দেশ, মাটি, মা এই তিন চেতনা মনের গহীন কোণে লালনকারী বন্ধুদের একটি ওপেন প্লাটফর্ম।
সর্বোপরি এই সাইটটি নতুন প্রজন্মের বন্ধুদের জন্য। যারা স্বাধীনতা দেখেনি, যারা গল্প শুনে অভ্যস্ত তবুও মনের মাঝের লাল সবুজ নামক জমিনে উঁকি মারে স্বাধীনতার রক্তিম সূর্য। আসুন দেশ কে ভালোবাসি- দেশ নিয়ে কথা বলি। স্বাধীনতা স্বপক্ষের শক্তি আমরা সবাই।
বাঙ্গালীর আবাসভূমি এই বাংলার একটি স্বতন্ত্র দর্শন আছে, আছে মুক্তির ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য আর অবাক করা বৈচিত্রময় সংস্কৃতি। আরও আছে অনন্য সাহিত্য-কলা আছে রবীন্দ্র- নজরুল- লালন আর একান্ত নিজস্ব কিছু ভালবাসার অনুভূতি। এসবই ফুটিয়ে তোলার প্রয়াস থাকবে Voice of 71 - ৭১ এর কন্ঠ এর ওয়েবসাইটে।
১৯৫২-১৯৬৬-১৯৬৯-১৯৭১ বাঙ্গালীর শক্তি ও প্রেরণা। যে প্রেরনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নিরন্তর পথ হেঁটে চলেছি কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে। আর এই অনন্য দর্শনই Voice of 71 - ৭১ এর কন্ঠ'র পথের পাথেয়।
Post a Comment Blogger Facebook