image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: মুক্তিযুদ্ধ প্রতিদিনঃ ১৪ নভেম্বর, ১৯৭১
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
১৪ নভেম্বর, ১৯৭১ পশ্চিম দক্ষিণাঞ্চলের কোম্পানী কমান্ডাদের ফতেপুরে জরুরীভাবে একত্র হবার নির্দেশ দিয়ে কাদের সিদ্দিকী তাদের কাছে থেকে ...
১৪ নভেম্বর, ১৯৭১
  • পশ্চিম দক্ষিণাঞ্চলের কোম্পানী কমান্ডাদের ফতেপুরে জরুরীভাবে একত্র হবার নির্দেশ দিয়ে কাদের সিদ্দিকী তাদের কাছে থেকে যুদ্ধের সার্বিক অবস্থার রিপোর্ট নেন। পরে তিন-চার মাইল দূরত্ব বজায় রেখে ঢাকা টাঙ্গাইল সড়ক বরাবর অবস্থান গ্রহণ এবং রাস্তার নিখুঁত খোঁজখবর নিতে সকল কমান্ডাদের নির্দেশ দিয়ে পাঠালেন।
  • খুলনায় শ্রমিক সমাবেশে মেজর জেনারেল রাও ফারমান আলী সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশে শিল্পোন্নয়নের গতি বাড়ানোর আহ্বান জানান। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের সেনাবাহিনী ভারতের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত। বাইরের কোন শক্তি পাকিস্তানের সংহতি ও অখন্ডতা বিনষ্ট করতে সক্ষম হবে না।’
  • খুলনার সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে ধ্বংস করে দেয়। এই আক্রমণে একজন ক্যাপ্টেন-সহ ৪ জন শত্রু সৈন্য নিহত হয়।
  • রংপুর জেলার মুক্তিবাহিনী পাকবাহিনীর ৩টি পরিবহন এ্যামবুশ করে। এতে পাকবাহিনীর দুটি পরিবহন ধ্বংস হয়ে যায়। একই দিন মুক্তিবাহিনী লালমনিরহাটে এক যুদ্ধে প্রচুর গোলাবারুদ হস্তহত করে।
  • যুদ্ধ পরিস্থিতি
G-0742 14.11.71
Dt-14.11.71
Gono Bahini Ptl fired on Guarding br SQ-0304 M/S 79E/2 on 112300 Nov. on road Chuadanga – The nidah. En cas reported 4 wounded. Own cas I wounded. Ptl fired en posn Hansadah SQ – 7386 M/S 79A/15 on 122200 Nov. same ptl blew three rly crossings lines at Uthali 7197 M/S 79A/15 on 1323 30 Nov.
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top