১৯ জানুয়ারি, ১৯৭১
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন বিশিষ্ট শিক্ষক এক যুক্ত বিবৃতিতে জাতীয় পুনর্গঠন সংস্থাকে (বিএনআর) জাতীয় একাডেমীতে রূপান্তরিত করার প্রচেষ্টার বিরোধিতা করে অবিলম্বে পূর্ববাংলার সাংস্কৃতিক স্বার্থবিরোধী এই সংস্থা বিলোপের দাবি জানান। উল্লেখ্য, ১৯৫৮ সালে আইয়ুব খান এই সংস্থা (বিএনআর) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এর কার্যকলাপ গণমনে সন্দেহের সৃষ্টি করে। এই সংস্থা আজও পূর্ববাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারকে ধ্বংস করার প্রয়াসে নিযুক্ত প্রতিক্রিয়ার ঘাঁটি হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংস্থা বিলোপের বিবৃতিতে স্বাক্ষর করেন -
- ড. মুহম্মদ এনামুল হক (বাংলা)
- ড. মোফাজ্জল আহমদ চৌধুরী (রাষ্ট্রবিজ্ঞান)
- ড. ওয়াহিদুল হক (অর্থনীতি)
- ড. আহমদ শরীফ (বাংলা)
- অধ্যাপক রেহমান সোবহান (অর্থনীতি)
- ড. রমজান আলী সরদার (গণিত)
- অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা)
- অধ্যাপক নূর মোহাম্মদ মিয়া (রাষ্ট্রবিজ্ঞান)
- ড. হানিফ ফউক (উর্দু)
- ড. আবুল খায়ের (ইতিহাস)
- ড. সিরাজুল ইসলাম চৌধুরী (ইংরেজি)
- ড. বিলায়েত হোসেন (পদার্থবিদ্যা)
- ড. জিল্লুর রহমান খান (রাষ্ট্রবিজ্ঞান)
- ড. অজয় রায় (পদার্থবিদ্যা)
- অধ্যাপক জয়নুল আবেদীন (রাষ্ট্রবিজ্ঞান)
- অধ্যাপক সাদ উদ্দিন (সমাজবিজ্ঞান)
- অধ্যাপক গিয়াসউদ্দিন (ইতিহাস)
- অধ্যাপক আহসানুল হক (ইংরেজি) ও
- অধ্যাপক লুৎফুল হক (ভূগোল)।
- পূর্ব পাকিস্তান মহিলা পরিষদের আহ্বানে দ্রব্যমূল্য হ্রাস ও মহিলাদের চলাফেরার নিশ্চয়তা বিধানের দাবিতে রাজধানীতে সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারী মহিলারা মিছিল করে প্রাদেশিক গভর্নর ভবনের সামনে যান এবং বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশের চেষ্টা করে।
Post a Comment Blogger Facebook