- ঢাকায় সংবাদপত্র সূত্রে প্রকাশ, পূর্ব পাকিস্তান এবং ত্রিপুরার (ভারত) ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টররা গত শনিবার এখানে সমাপ্ত চার দিনের সম্মেলনে প্রদেশের চারটি জেলার সঙ্গে ত্রিপুরার সীমান্ত চিহ্নিতকরণ ও অন্যান্য প্রশ্ন আলোচনা করেন। ত্রিপুরার ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টর এস এ চান্দা ভারতীয় প্রতিনিধিদলের এবং পূর্ব পাকিস্তানের ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টর টি হোসেন পাকিস্তানি দলের নেতৃত্ব দেন। সরকারি সূত্রে বলা হয়, পূর্ব পাকিস্তানের ভূমি রেকর্ড ও জরিপ ডিরেক্টর সম্মেলনে ফেনী নদী বরাবর চট্টগ্রাম/পার্বত্য চট্টগ্রাম এবং মাতামুহুরী নদী এলাকার নোয়াখালী/কুমিল্লার সঙ্গে ত্রিপুরার সীমানা চিহ্নিতকরণ প্রশ্ন উত্থাপন করেন। ভারতীয় পক্ষ সংশ্লিষ্ট মানচিত্রগুলো পরীক্ষা করে এবং পরীক্ষাকাজ শেষ করার জন্য আরো সময় চায়। আগের বছর সম্পাদিত খণ্ড জরিপসংক্রান্ত ১২টি সিটের প্রাথমিক প্রমাণ সমীক্ষাও বিনিময় করা হয়।
- রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে ১৯৭০-৭১ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এনইসির এ বৈঠকে যোগদান করেন পিন্ডিতে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রাদেশিক গভর্নররা, প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস জি এম এম পীরজাদা, অর্থনৈতিক উপদেষ্টা এম এম আহমদ ও পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এম এইচ সুফি। আলোচনা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
Post a Comment Blogger Facebook