image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: মুক্তিযুদ্ধ প্রতিদিনঃ ২৩ ডিসেম্বর, ১৯৭১
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
২৩ ডিসেম্বর, ১৯৭১ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বলেছেন যে, যারা স্বেচ্ছায় প্রত্যক্ষভাবে দখলদার বাহিনীকে গণহত্যা পরিচালনায় সহায়তা করেছ...
২৩ ডিসেম্বর, ১৯৭১
  • প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বলেছেন যে, যারা স্বেচ্ছায় প্রত্যক্ষভাবে দখলদার বাহিনীকে গণহত্যা পরিচালনায় সহায়তা করেছে তাদের কখনো ক্ষমা করা হবে না। তিনি আরো বলেন, যারা বিশেষ পরিস্থিতিতে চাপে পড়ে কাজ করতে বাধ্য হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
  • ভারতের পুনর্বাসন সচিব সি. এস. কাহলোন জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে শরণার্থীদের প্রত্যাবর্তন শুরু হবে এবং বিদায়কালে প্রত্যেক শরণার্থীকে দুই সপ্তাহের রেশন দেয়া হবে। তিনি আরো জানান, ইতিমধ্যে ১,৩০,০০০ শরণার্থী দেশে ফিরে গেছেন এবং এদের প্রায় সবাই পায়ে হেঁটে ফিরেছেন।
  • পাকিস্তানি কর্মকর্তরা জানিয়েছেন যে, আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডিতে নিয়ে আসা হয়েছে।
  • লন্ডনে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউমের সঙ্গে আলোচনাকালে ভারতের বিদেশমন্ত্রী সরদার শরণ সিং জানান যে, বাংলাদেশে প্রয়োজনের চেয়ে একদিনও বেশি সৈন্যদের রাখার কোনো ইচ্ছা ভারতের নেই।
  • পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো নৌবাহিনীর ছয় জন শীর্ষ অফিসারকে বরখাস্ত করেছেন।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top