image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: মুক্তিযুদ্ধ প্রতিদিনঃ ২২ ডিসেম্বর, ১৯৭১
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
২২ ডিসেম্বর, ১৯৭১ ভারতীয় বিমানবাহিনীর ক্যারিবু পরিবহন বিমানে করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের সাতজন সদস্য ঢ...
২২ ডিসেম্বর, ১৯৭১
  • ভারতীয় বিমানবাহিনীর ক্যারিবু পরিবহন বিমানে করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের সাতজন সদস্য ঢাকা এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁদের বিপুলভাবে সংবর্ধিত করা হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে জনগণের প্রতি আহ্বান জানান।
  • বাংলাদেশে পাকবাহিনী পরিচালিত গণহত্যার জন্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। বুদ্ধিজীবী হত্যা ও অন্যান্য অভিযোগে যারা অভিযুক্ত হয়েছে তাদের মধ্যে রয়েছে একজন জেনারেল,একজন ব্রিগেডিয়ার, তিনজন কর্নেল, দুইজন মেজর ও একজন ক্যাপ্টেন। এ ছাড়া দ্বিতীয় আরেকটি তালিকায় ১২ জন অভিযুক্তের নাম রয়েছে। এই তালিকা প্রণয়ন এখনও সম্পন্ন হয় নি।
  • রাওয়ালপিন্ডিতে সরকারিভাবে ঘোষণা করা হয় যে, শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে।
  • জুলফিকার আলি ভুট্টো জানান, তিনি শীঘ্র চীন সফরে যাবেন।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top