image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: মুক্তিযুদ্ধ প্রতিদিনঃ ২১ ডিসেম্বর, ১৯৭১
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
২১ ডিসেম্বর, ১৯৭১ রাওয়ালপিন্ডিতে বিদেশি সংবাদদাতাদের জন্য আয়োজিত নৈশভোজে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো বলেন, শেখ ...
২১ ডিসেম্বর, ১৯৭১
  • রাওয়ালপিন্ডিতে বিদেশি সংবাদদাতাদের জন্য আয়োজিত নৈশভোজে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো বলেন, শেখ মুজিব এখনো কারাগারে রয়েছেন। তবে শীঘ্র তাঁকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হবে।
  • পোল্যান্ডে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবুল বশিরুল আলম বাংলাদেশের পক্ষে আনুগত্য ঘোষনা করেন। কয়েক ডজন পোলিশ সাংবাদিকের উপস্থিতিতে তিনি তাঁর বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
  • সদ্য স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের কারণে দেড় থেকে দুই কোটি উদ্বাস্তু দেখা দিয়েছে বলে এতদ্বিষয়ক কর্মরত বৃটিশ সংস্থাগুলো জানায়। ভারতে আশ্রয় গ্রহণকারী উদ্বাস্তুর সংখ্যা মিলে সর্বমোট উদ্বাস্তু হয়েছে তিন কোটি মানুষ।
  • মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্ণেল এম. এ. জি. ওসমানি ঢাকা এসে পৌঁছেছেন।
  • কলকাতাস্থ বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতিনিধি ডি. পি. ধরের সঙ্গে উদ্বাস্তু প্রত্যাবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুমান করা হয় এ-বাবদ ব্যয় হবে ১০ কোটি পাউন্ড।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top