image

image
 

A+ A-
Voice of 71 Voice of 71 Author
Title: আমি বাংলার গান গাই
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
  কবি প্রতুল মুখোপাধ্যায় মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় সুরারোপ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন । ঘন্টার ...
 
কবি প্রতুল মুখোপাধ্যায় মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় সুরারোপ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন । ঘন্টার পর ঘন্টা তিনি গান গেয়ে যান প্রায় খালি গলায়, কোনো বাদ্যযন্ত্রের সাহায্য ছাড়াই । এই গান যারা শুনেছেন তাঁরা তাদের সেই অনুভূতি কখনো ভুলতে পারবেন না । তাঁর গান আন্দোলনের গান, লড়াইয়ের গান, ভালবাসার গান । "আমি বাংলায় গান গাই" গানটি বাংলা ভাষার প্রতি ভালবাসা জ্ঞাপন করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতার ও গানের মধ্যে অন্যতম তা আজ অনস্বীকার্য । এই গানটি তাঁকে গানের জগতে অমরত্বের স্থানে বসিয়ে দিয়েছে।

------------------------------------------------------------------------------------------
শিরোনামঃ আমি বাংলায় গান গাই
কথাঃ প্রতুল মুখোপাধ্যায়
সুরঃ প্রতুল মুখোপাধ্যায়
কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায় (পরবর্তিতে মাহমুদুজ্জামান বাবু)
ডাউনলোড লিঙ্কঃ এখানে
------------------------------------------------------------------------------------------

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ।।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলাই আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ।।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ।।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর ।।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top