মুক্তিযুদ্ধের স্মৃতি
ষোলোই ডিসেম্বর বিকেলের দিকে হঠাৎ সাড়া পড়ে গেল ক্যাম্পে। প্রথমে ফিসফাস গুঞ্জন, তারপর সবাই বলতে থাকে, 'স্বাধীন! স্বাধীন! স্বাধীন হয়ে গেছি আমরা!!' ঢাকা থেকে খবর এসেছে পাকবাহিনী আত্মসমর্পণ করবে আজই, রে…
ষোলোই ডিসেম্বর বিকেলের দিকে হঠাৎ সাড়া পড়ে গেল ক্যাম্পে। প্রথমে ফিসফাস গুঞ্জন, তারপর সবাই বলতে থাকে, 'স্বাধীন! স্বাধীন! স্বাধীন হয়ে গেছি আমরা!!' ঢাকা থেকে খবর এসেছে পাকবাহিনী আত্মসমর্পণ করবে আজই, রে…
আমাদের বয়সী যেকোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তার জীবনের সবচেয়ে আনন্দময় দিন কোনটি? সে অবধারিতভাবে বলবে, সেটি হচ্ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। আমি মনে করি, আমাদের বয়সী মানুষরা যারা সেই দিনটিতে বাংলাদ…