![]() |
"মোদের গরব মোদের আশা/ আ মরি বাংলা ভাষা" । এই
সঙ্গীতটির রচয়িতার নাম অতুল প্রসাদ সেন। কবি, সুরকার এবং সঙ্গীতজ্ঞ অতুল
প্রসাদ সেন স্বজাতি বলতেও বাংলা মায়ের সর্ব ধর্মের সন্তানকে বুঝিয়েছেন।
একটি গানে বলেছেন "দেখ মা এবার দুয়ার খুলে/ গলে গলে এলো মা/ তোর
হিন্দু-মুসলমান দুই ছেলে"। কবির স্বদেশি সঙ্গীতগুলো বিশেষত 'মোদের গরব,
মোদের আশা' গানটি ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনে প্রেরণা
যুগিয়েছে। বর্তমানেও এ গানের ভূমিকা এতটুকুও ম্লান হয়নি।
অতুল প্রসাদ সেনের জন্ম ঢাকা শহরের হলেও তাঁর আদি নিবাস ফরিদপুর জেলার দক্ষিণ বিক্রমপুরের 'মগর' গ্রামে। ডিসেম্বরের ২০ তারিখ, ১৮৭১ সালে তাঁর জন্ম হয়। অত্যন্ত মেধাবী ছাত্র অতুল প্রসাদ লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চায় মনোযোগী হন। ব্যারিস্টারির মধ্যে পাননি অন্তরের আনন্দ তাই তেমন ভাবে ওতে মন বসাতে পারেননি। মনের ভেতরে সুরের মূর্ছনা, কবিতার গুঞ্জন। 'ভক্তিরসের সাধক'-এই ভক্তিরস স্বদেশ-স্বজাতি-স্বভাষার প্রতি ভক্তি। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, ঠুমরি, রাগপ্রধান সব ধরণের সুর, তাল, লয়ের সমন্বয়ে তিনি এক স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন। সমকালীন গীতিকারদের তুলনায় সীমিত সংখ্যক সঙ্গীত রচনা করেও বাংলা গানের জগতে অতুল প্রসাদ একটি নিজস্ব আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। তাঁর সঙ্গীত 'অতুল প্রসাদের গান' বলে প্রতিষ্ঠা পেয়েছে। তাঁর গানে এক অনির্বচনীয় ভক্তি রস এবং নির্মল আনন্দের উত্স রয়েছে।
অতুল প্রসাদ সেন ২৬ আগস্ট, ১৯৩৪ সালে লক্ষ্ণৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!' তাঁকে চিরঞ্জীব করে রাখবে চিরকাল।
অতুল প্রসাদ সেনের জন্ম ঢাকা শহরের হলেও তাঁর আদি নিবাস ফরিদপুর জেলার দক্ষিণ বিক্রমপুরের 'মগর' গ্রামে। ডিসেম্বরের ২০ তারিখ, ১৮৭১ সালে তাঁর জন্ম হয়। অত্যন্ত মেধাবী ছাত্র অতুল প্রসাদ লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চায় মনোযোগী হন। ব্যারিস্টারির মধ্যে পাননি অন্তরের আনন্দ তাই তেমন ভাবে ওতে মন বসাতে পারেননি। মনের ভেতরে সুরের মূর্ছনা, কবিতার গুঞ্জন। 'ভক্তিরসের সাধক'-এই ভক্তিরস স্বদেশ-স্বজাতি-স্বভাষার প্রতি ভক্তি। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, ঠুমরি, রাগপ্রধান সব ধরণের সুর, তাল, লয়ের সমন্বয়ে তিনি এক স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন। সমকালীন গীতিকারদের তুলনায় সীমিত সংখ্যক সঙ্গীত রচনা করেও বাংলা গানের জগতে অতুল প্রসাদ একটি নিজস্ব আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। তাঁর সঙ্গীত 'অতুল প্রসাদের গান' বলে প্রতিষ্ঠা পেয়েছে। তাঁর গানে এক অনির্বচনীয় ভক্তি রস এবং নির্মল আনন্দের উত্স রয়েছে।
অতুল প্রসাদ সেন ২৬ আগস্ট, ১৯৩৪ সালে লক্ষ্ণৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!' তাঁকে চিরঞ্জীব করে রাখবে চিরকাল।
ডাউনলোড করুন: এখান থেকে
------------------------------------------------------------------------------------------
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা ।
মাগো তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ।।
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে ।
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ।।
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা।
আছে কৈ এমন ভাষা । এমন দুঃখ-শ্রান্তি-নাশা ।।
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন -
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ।।
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে ।।
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ।।
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ।।
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ।
ঐ ভাষাতেই বলবো হরি, আমি ঐ ভাষাতেই বলবো হরি
সাঙ্গ হ’লে কাঁদা হাসা ।।
সাঙ্গ হ’লে কাঁদা হাসা ।।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.